জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান (দাঁড়িপাল্লা মার্কা) সমর্থনে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও জগদীশপুর গ্রামের বাসিন্দা মরহুম আকিবুল মিয়া তালুকদার এর বাড়িতে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কলকলিয়া ইউনিয়ন জামাতের সভাপতি লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও মিছবাহ উদ্দিন এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোঃ মুশতাক আহমদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন,কলকলি ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা শিব্বির আহমদ, ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ ফ ম ওয়ালি উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন,কলকলি ইউনিয়ন সেক্রেটারি সামিউজ্জামান, মুহিদুর রহমান তালুকদারসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুনামগঞ্জের ( জগন্নাথপুর-শান্তগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট ইয়াসীন খান একজন নিবেদিত সমাজকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।