ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারণ বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ধারণ বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব হিরনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডা. আছকির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান শফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী।
সভায় বক্তারা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ রক্ষা এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।