ছাতক( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতক, ১১ অক্টোবর ২০২৫ (শনিবার):
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়ে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিল অধিবেশনটি শনিবার সকাল ১১টায় ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুস সালাম।
কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসেন জামি, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ সামছু মিয়া সজল এবং জেলা সদস্য মাওলানা নাজমুল হক নচিব।
সকলের মতামতের ভিত্তিতে গঠিত ২৭ সদস্যের নতুন কমিটি নিম্নরূপঃ
সভাপতি: কাজী মাওলানা আব্দুস সামাদ
সহ-সভাপতি: কাজী মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা শফিকুল ইসলাম জিহাদি, মাওলানা কবির আহমদ লতিফি, মাওলানা রেজাউল করিম জালালি
সাধারণ সম্পাদক: হাফিজ আব্দুল হান্নান
সহ সাধারণ সম্পাদক: মাওলানা জুয়েল আহমদ জামিন
সাংগঠনিক সম্পাদক: মাওলানা জহির মোহাম্মদ
সহ সাংগঠনিক সম্পাদক: হাফিজ মাওলানা আবুল খয়ের, মাওলানা মুসাদ্দিক হোসেন লতিফি
প্রচার সম্পাদক: মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী
সহ প্রচার সম্পাদক: মাওলানা আলাল হোসেন আশিকী, মাওলানা আব্দুল ওয়াদুদ গোবিন্দগঞ্জ
অর্থ সম্পাদক: মাওলানা হবিবুর রহমান বাবলু
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা শিহাব উদ্দীন
সহ প্রশিক্ষণ সম্পাদক: গিয়াস উদ্দীন
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মাওলানা এখলাছুর রহমান সিদ্দিকী
পাঠাগার সম্পাদক: মাওলানা আল আমিন
সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা ইসলাম উদ্দীন
অফিস সম্পাদক: মাওলানা জাহেদ আহমদ
নির্বাহী সদস্যবৃন্দ: হাফিজ আমির হোসেন, মাওলানা আমির আলী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, কারী নিজাম উদ্দীন, কারী আশরাফ আলী, কারী শামিম আহমদ নগরি।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং ইসলামী মূল্যবোধে পরিচালিত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।