শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সোমবার (২০ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
সকালে জগন্নাথপুরে পৌঁছালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। পরে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) অফিস, মিরপুর ইউনিয়নের শ্রীরামসি ভূমি অফিস, মিরপুর ইউনিয়ন পরিষদ, জগন্নাথপুর পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টারসহ এলজিইডি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সরকারি সেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কার্যক্রমের গতি বৃদ্ধি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেলে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে জগন্নাথপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, পানি সম্পদ কর্মকর্তা ড. খালেদ সাইফুল্লাহ, এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা আল আমিন ও কৃষি কর্মকর্তা কাউছার আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া , উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে বলেন, আপনারা
সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়নই প্রশাসনের প্রকৃত সফলতা।”
জেলা প্রশাসকের সফরে জগন্নাথপুরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।