দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ এপর্যন্ত এসেছি, দীর্ঘ রাজনীতির জীবনে দলকে সুসংগঠিত করতে কাজ করেছি,কখনো দলের অমঙ্গল চাইনি,বিশেষ করে ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত দলের দুঃসময়ে কেন্দ্র ঘোষিত প্রতিটি প্রোগ্রাম জীবন বাজী রেখে পালন করার চেষ্টা করেছি,বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতাকর্মীদের মামলা হামলায় নিজের সবকিছু দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। যতদিন বেঁচে থাকবো এবং বিএনপির রাজনীতি করবো ততদিন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো। তিনি বলেন, আপনাদের আবেগঘন বক্তব্য যদি দেশ নায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত পৌঁছে তবে অবশ্যই আমরা সুসংবাদ পাবো, আমরা আগের মতো ঐক্য বদ্ধ হয়ে দলের জন্য কাজ করে যাবো, কোনো ষড়যন্ত্র আমাদের তিলে তিলে গড়ে ওঠা পরিবারে প্রস্ফুটিত বাগানে ফাটল ধরাতে পারবে না। আপনার ধৈর্য হারা হবে না, আপনাদের ভালো বাসা আমাকে আজীবন উন্নয়নের রাজনীতিতে প্রেরণা যোগাবে।যে কোন অবস্থায় আমরা নেতার আদেশ পালন করে যাবো। আল্লাহর অশেষ কৃপায় এবং মানুষের দোয়ায় ইনশা আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও বিএনপির হাল ধরবেন।শনিবার বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহবায়ক আব্দুল করিম, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহবায়ক সালমান মিয়া সহ বিএনপি উপজেলা পৌর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।