জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের কৃতি সন্তান, সিলেটি আঞ্চলিক ভাষার নাটকে বহুগুণে গুণান্বিত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস আলী সাইকন উরফে নিঠান্ডা বদর ভাইয়ের আমন্ত্রণে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মানবিক, সহজ–সরল স্বভাবের এই সুপরিচিত নাট্যকার ও অভিনেতার সঙ্গে সিলেটি নাটকের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়।
সাক্ষাৎকালে নিঠান্ডা ভাই জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় জগন্নাথপুরের সাংবাদিক সমাজের প্রতি শুভকামনা জানান। তিনি বলেন, “জগন্নাথপুরের সকল সাংবাদিক আমার জন্য দোয়া করবেন—এটাই প্রত্যাশা।”
সৌহার্দ্যপূর্ণ এ মতবিনিময় সিলেটি আঞ্চলিক নাটকের অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে উপস্থিত মহল আশা প্রকাশ করেন।