শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথপুর বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মুসাব্বির, আব্দুস সোবহান, হাজি সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম, তকবুর মিয়া, সিনিয়র প্রথম সদস্য আছকির আলী (পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান), জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহ্বায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সম্মানিত ভোটারদের পাশাপাশি দেশে-বিদেশে অবস্থানরত সকল নাগরিকের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি কয়ছর এম আহমেদের জন্য দোয়া কামনা করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার
আহ্বান জানান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, কয়ছর এম আহমেদ একজন পরীক্ষিত, প্রবাসী ও দেশীয় রাজনীতিতে জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।