দিরাই প্রতিনিধি :সুনামগঞ্জের দিরাইয়ে তালবদ্ধ ঘরে চুরির মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবুল কালাম চন্ডিপুর গ্রামের মৃত:গোলাম আহমদের ছেলে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাতে চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২ জানুয়ারী) সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, (১৬ নভেম্বর) দিবাগত রাত্রে দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামের মোহন মিয়ার ফাকা ঘরের রান্নাঘরের উপরের স্লাব ভেঙ্গে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে যায় চোর।
এ ঘটনায় ৩ দিন পড় দিরাই থানায় মোহন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।