দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিরাই উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় প্রতিদিন বিকেল ৩টায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে এমপি পদপ্রার্থী নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত থাকবেন।
এ কর্মসূচির আওতায় ৫ জানুয়ারি করিমপুর টানাখালি বাজার, ৬ জানুয়ারি ভাটিপাড়া মধুরাপুর বাজার, ৭ জানুয়ারি রাজানগর কাইমা বাজার, ৮ জানুয়ারি রফিনগর বাংলা বাজার, ৯ জানুয়ারি চরনারচর শ্যামারচর বাজার, ১০ জানুয়ারি কুলঞ্জ অকিলশাহ বাজার, ১২ জানুয়ারি জগদল কলিয়ারকাপন বাজার, ১৩ জানুয়ারি নগদিপুর বাজার, ১৪ জানুয়ারি তারাপাশা বাজার, ১৫ জানুয়ারি নোয়াগাঁও বাজার, ১৬ জানুয়ারি ধল বাজার, ১৭ জানুয়ারি রাজানগর বাজার, ১৮ জানুয়ারি কর্ণগাঁও বাজার, ১৯ জানুয়ারি টেলিফোন বাজার, ২০ জগদল বাজার, ২১ নোয়াগাঁও বাজার, ২২ জানুয়ারি ভাটিপড়া বাজার, ২৩ জানুয়ারি হোসেনপুর বাজার পর্যায়ক্রমে সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামী ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় দিরাই পৌরসভাধীন দিরাই বাজার থানা পয়েন্টে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা নাছির উদ্দিন চৌধুরীর সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে দিরাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আমির হোসেন ও মঈন উদ্দিন চৌধুরী মাসুক জানান, দিরাই উপজেলার সর্বস্তরের জনগণকে এসব দোয়া ও উঠান বৈঠক এবং জনসভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।