দিরাই প্রতিনিধি ঃ
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন দিরাই-শাল্লা আসনের বিএনপির এমপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী।
বুধবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাইমা বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাছির উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। আমি আপনাদের পাশে থেকে তার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে কাজ করেছি। দিরাই-শাল্লার মানুষ আমার আপনজন, আমার ভালোবাসা। আপনারা বারবার আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, কিন্তু আমি সে স্বপ্ন পূরণ করতে পারিনি। জীবনের শেষ নির্বাচনে এসে আপনাদের কাছে কথা দিচ্ছি—আপনারা সবাই মিলে কাজ করলে আমরা সব স্বপ্ন পূরণে সফল হবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য কালা মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা বিএনপির সদস্য ওবায়দুর রহমান চৌধুরী মিশু, সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক একে কুদরত পাশা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালা উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনেদ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, ওয়ার্ড বিএনপির সিরাজ মিয়া, মোজাহিদ, মাসুদ চৌধুরী, নুরুল ইসলাম, সূধা রঞ্জন, অলিম উদ্দিন, আলী আকবর, মুজিবুর রহমান, জনহেদ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক রজব আলী।