দিরাই প্রতিনিধি:
বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের পথপ্রদর্শক ও আলোকবর্তিকা। তিনি গণতন্ত্রের মা। সারাজীবন তিনি এ দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে আয়োজিত দোয়া মাহফিল ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জাহেদ মিয়ার সভাপতিত্বে সেজান আহমদ মজনু ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী আরও বলেন, এটি তাঁর জীবনের শেষ নির্বাচন। এর আগে জনগণের ভোটে তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের জন্য অনেক কিছু করার স্বপ্ন থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার নির্বাচিত হলে তিনি তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল মুত্তাকিন।