রুবেল আহমেদ স্টাফ রিপোর্টান,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনে টানা দুইবার নির্বাচিত সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর গনসংযোগ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার ২নং ওয়ার্ড, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে লেঙ্গুড়া হেলিপ্যাড মাঠে উক্ত গনসংযোগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার লেঙ্গুড়া ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান (মেম্বার) এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির বর্তমান উপদেষ্টা আলহাজ্ব লুৎফুল হক খোকন। তিনি বলেন, বিএনপি হলো একটি বৃহত এবং উন্নয়নের দল। দীর্ঘ ১৭ বছর পরে আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, দেশ কে সমৃদ্ধশালী ও দেশের উন্নয়নকে তরান্বিত করার লক্ষ্যে দলবল নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে অংশগ্রহণে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় তিনি রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানা বিএনপির সম্মানিত সদস্য ও ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য সাহেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম উদ্দিন, আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা শামিম আহমদ, মোহাম্মদ কবির আহমদ, আলমাছ উদ্দিন, তানভির আহমদ, সালমান, এবাদুর রহমান, আব্দুন নুর, জুবের আহমদ সহ প্রায় চার শতাধিক নেতাকর্মী।
প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং আগামী ৯ই জানুয়ারি আরিফুল হক চৌধুরীর গনসংযোগে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।