স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জমিয়তে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মাওলানা তফাজ্জুল হ আজিজ এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (সদস্য সচিব) এর পদমর্যাদা এয়াডভোকেট আব্দুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ছাতক-দোয়ারাবাজার আসনে কিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন।
বিশেষ অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা আবুল ফজল, মাওলানা নুরুজ্জামান আলমগীর, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক আহমদী, মাওলানা তাফাজ্জুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নুর হোসাইন, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদর্স প্রার্থী আনিছুল হক, কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির সদস্য মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট মাসুক আলম, আবুল মনসুর মোহাম্মদ শওকত, এডভোকেট শেরেনুর আলী, আবুল কালাম।
বিএনপির পক্ষথেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, আমরা সুনামগঞ্জের সকল মানুষকে নিরাপদে রাখতে চাই। বিএনপির সরকার বিগত সময়ে ইসলামী মূল্য বোধের উপর বিশ্বাসী ছিলো। আগামীতেও এর কোন ব্যতিক্রম হবে না। যুগপৎ আন্দোলনের সাথী জমিয়তের কাছে আমরা কৃতজ্ঞ। আসন্ন নির্বাচনে আমরা আপনাদের সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চাই।
জমিয়তের পক্ষের বক্তরা বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশে সুনামগঞ্জে প্রার্থী দেইনি। দেশের ৪ টি আসনে জমিয়ত এবং ২৯৬ আসনে বিএনপি জোটগত নির্বাচন করবে। আমরা কথা দিচ্ছি সংসদ যাতে মওদুদীবাদের আখড়া না হয় সেজন আমরা সকলেই ধানের শীষের পক্ষে কাজ করবো। তারা দাবি করেন, নির্বাচনী ইশতেহার বিএনপি এবং জমিয়ত যৌথভাবে বসে করতে হাবে। যাতে মাঠে কোন প্রশ্ন না উঠে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলেম, ওলামাদের সম্মান করতেন আমরা সে সম্মানের মূল্য হিসেবে সুনামগঞ্জের পাঁটি আসন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।
সভা শেষে বেগম খালেদা জিয়ার রোহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।