দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাইয়ে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ৬০ জন দুস্থ ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ছুবা মিয়ার সভাপতিত্বে ও ছাত্র নেতা নুর আহমদের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্র নেতা মেহেদি হাসান চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী,বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী,পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ,প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মিয়া,দবিরুল ইসলাম, সুনামগন্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সজিব রশিদ চৌধুরী,সিরাজুল ইসলাম,তাজুল ইসলাম,রুবেল চৌধুরী, প্রেসক্লাব সদস্য উবাইদুল হক,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক সারওয়ার হুসাইন,সহ অর্থ সম্পাদক আশরাফুল হক,সাহিদুর রহমান,সোহাগ মিয়া,সুয়েব খাঁন,দিদার রহমান ,আশরাফ আলী,সালমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি দেশ ও জাতির স্বার্থে কাজ করে চলেছে যা আগামীতে ও অব্যাহত থাকবে। একইসঙ্গে প্রবাসীদের কল্যাণ ও দেশের দুস্থ ও অসহায় মানুষের জন্য এই সংগঠন কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।