দিরাই প্রতিনিধি::” তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য নিয়ে দিরাইয়ে বর্ণিল আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।মধপুর মানব সেবা পরিষদ,ডিএসএস ফাউন্ডেশন ও এমকে ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বর্ণাঢ্যর্যালী বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মোস্তাহার মিয়ার সভাপতিত্বে ও নেজাবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নরেশ চক্রবর্তী,উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সুরঞ্জিত দাস পান্না। বক্তব্য রাখেন কবি মিজানুর রহমান, সমাজ কর্মী মুসলেহ উদ্দিন, ভাটির কন্ঠ সম্পাদক এহিয়া আহমদ লিটন, রাজী মিডিয়ার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী, সোনার বাংলা টিভির পরিচালক গোলাম জিলানী প্রমুখ। সভা শেষে লিফলেট বিতরণ ও অতিথিদের গাছের চারা উপহার দেন আয়োজক কমিটি।