স্পোর্টস ডেস্কঃ
আজকের ৭ টু ৭ প্রীতি ম্যাচে সাদিরপুর স্পোর্টিং ক্লাবকে শরীফপুর দক্ষিণ মাঠে ৮-২ গোলে বিধ্বস্ত করলো শরীফপুর
প্রথমার্ধে সাইমনের গোলের মাধ্যমে তান্ডব শুরু হয় স্বাগতিক শরীফপুরের
প্রথমার্ধের সময় শেষের আগেই ৩-১ গোলের লিড পেয়ে বিরতিতে যায় শরীফপুর একাদশ।
দ্বিতীয়ার্ধের খেলাটা ছিল দেখার মত, পাসিং ড্রিবলিং, ডিফেন্ডিং সব সেক্টরে অসাধারণ খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শরীফপুর। জ্বলে উঠেছিল প্রতিটা প্লেয়ার, একের পর এক আক্রমণে দিশেহারা করে দেয় সাদিরপুরের ডিফেন্ডারদের, ফলাফল স্বরূপ আরও পাঁচটি গোল জালে পাঠিয়ে দিয়ে ৮-২ গোল দিয়ে উড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে শরিফপুর একাদশ
স্ট্রাইকার রাহুলের ২য় হ্যাট্রিক এবারের সিজনের দেখার মতো ছিলো
মিডফিল্ডার মুবিনের ১ম হ্যাট্রিক এবারের সিজনের অসাধারণ ছিলো।
আজকের ম্যাচে ২ টি হ্যাট্রিক ছিলো
এরপর জাবেদের গোল
সর্বোপরি সবাই অনেক অনেক ভালো খেলেছে, বিশেষ করে গোলবারে অসাধারণ কয়েকটি সেভ দিয়ে বিপদমুক্ত রাখে কিপার মারুফ।
ম্যাচের ফলাফল :শরীফপুর – ৮ সাদিরপুর- ২
স্কোরার: রাহুল ৩, মুবিন ৩
জাবেদ আহমেদ ১, সায়মন ১ গোল।
আজকের স্কোয়াড : মারুফ (কিপার), জাকির,সায়মন, রাজা, মুবিন, জাবেদ, রাহুল,নাসির,মিন্টু।