মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, লন্ডন প্রবাসী জনাব মোঃ মোতাহির মিয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদেরকে মনুষ্যত্ববোধ, ধৈর্যশীলতা, সহনশীলতা, পারস্পরিক সম্ভ্রমবোধ, সৌজন্যবোধ, সহমর্মিতা, আত্মসংযম, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা বৈষম্যহীন সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
ইসলাম শুধু অনুষ্ঠানসর্বস্ব ধর্ম নয়, এর মূল বাণীই হচ্ছে মানবতার উৎকর্ষ সাধন। আল্লাহ ও রাসুলের আনুগত্য পোষণ ও সর্বদা জনকল্যাণে নিজেকে আত্মনিয়োগ করা। পবিত্র কোরআনের সুরা হজ্ব এ বলা হয়েছে-আল্লাহতায়ালার দরবারে কোরবানীর পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।
আসুন আমরা অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াই। ঈদের আনন্দ ভাগ করে নেই সকলে মিলে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হউক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন।
তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আল্লাহর নিকট প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণার্থে প্রার্থনা করছি। পবিত্র ঈদুল আযহা আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷ ঈদ মোবারক।