স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম এর কেন্দ্রিয় কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক-সাংবাদিক সুজাত মনসুর ও সাধারণ সম্পাদক তৌহিদ ফিতরাত হোসেনের দিক নির্দেশনায় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার চলমান কমিটি বিলুপ্ত করে দেয়া হয়েছে।
সোমবার (২৪ জুন) বিকাল ৫টায় সিলেট মহানগরীর ৫৩নং সমবায় ভবনস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ আলোচনাক্রমে কমিটির মেয়াদ ৩ বছর পূর্তি হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করে দেয়া হয়। সভার আলোচনাক্রমে শাখা সভাপতি রুহুল ইসলাম মিঠু (দৈনিক তৃতীয়মাত্রা, সিলেট জেলা প্রতিনিধি)-কে আহবায়ক, মোঃ হোসাইন কবির (ফিল্যান্স সাংবাদিক) কে সদস্য সচিব, মোঃ ইজাজুল হক ইজাজ (স্টাফ রিপোর্টার- দৈনিক উত্তর-পূর্ব) কে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শাহরুল ইসলাম মন্ডল, মোঃ ইউসুফ সেলু, এম. হাফিজুল ইসলাম লস্কর, নুরুল আমীন খান।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম হাফিজুল ইসলাম লস্করের উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এম ইজাজুল হক ইজাজ, মোঃ হোসাইন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম মন্ডল, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, নুরুল আমীন খান, সদস্য জয়দ্বীপ চক্রবর্ত্তী, গোলজার হোসেন নেছার, মোঃ ইউসুফ সেলু প্রমুখ।
সভায় আগামী ৩০ দিনের মধ্যে ত্রি-বার্ষিক সাধারণ সভা আহবান করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।